• ঢাকা
  • সোমবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডিমলায় ২১-আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম;
ডিমলায় ২১-আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
ডিমলায় ২১-আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ২১-আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সোমবার (২১-আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।.

 .

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সভাটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। .

 .

 .

প্রতিবাদ সভায় বক্তারা বলেন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যাসহ আওয়ামী লীগকে নিচিহ্ন করার একটি ষড়যন্ত্র ছিল। ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা কর্মী নিহত ও শতধীক নেতা কর্মী আহত হলেও তাদের পরিকল্পণা সফল হয়নি। বর্তমানে ও বিএনপি বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান বক্তরা।.

এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ ও তাঁতীলীগের ও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ